ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

তজুমদ্দিনে নসিমনের চাপায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
তজুমদ্দিনে নসিমনের চাপায় শিশুর মৃত্যু

ভোলা: ভোলার তজুমদ্দিনে নসিমনের চাপায় রাসেল (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
 
মঙ্গলবার (০৩ মার্চ)  সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চৌকিদার বাড়ির দরজা এলাকায় তজুমদ্দিন-লঞ্চঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।


 
রাসেল উপজেলার চাঁদপুর ইউনয়নের দেওয়ানপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে।
 
তজুমদ্দিন থানার উপ-পরিদর্শক (এসআই) খলিল জানান, সন্ধ্যার পর লঞ্চঘাট এলাকা থেকে একটি নসিমন তজুমদ্দিনের দিকে যাচ্ছিলো। পথে নসিমনটি চৌকিদার বাড়ির দরজা এলাকায় রাসেলকে চাপা দেয়।  
 
স্থানীয়রা তাকে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে নিয়ে যায়। এ সময় দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  
 
ঘাতক নসিমন ও এর চালককে আটকের চেষ্টা চলছে। শিশুটির মৃতদেহ থানা পুশিশের হেফাজতে রয়েছে বলে জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।