রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভোলাব ইউনিয়নের চারিতালুক এলাকায় এ ঘটনা ঘটে।
অহতদের মধ্যে শরীফ মিয়া (৩০), মার্জিয়া আক্তার (২৩), মহিতুন নেছা (২৭), স্বপন মিয়া (৩০), সুমন মিয়া (২৬) ও বিউটি আক্তারকে (২২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে চারিতালুক এলাকার শরীফ মিয়ার সঙ্গে একই এলাকার স্বপন মিয়ার বাকবিতণ্ডা হয়।
একপর্যায়ে রাত সাড়ে ৮টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িতে পড়ে। এতে উভয় পক্ষের নারীসহ অন্তত ১০ জন আহত হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বাংলানিউজকে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫