ধামরাই (ঢাকা): সাভার থেকে চুরি যাওয়া ট্রাক মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় ধামরাই থানা পুলিশ উদ্ধার করেছে।
ট্রাকের মালিক সাভারের বলিয়ারপুর গ্রামের আবদুল হালিম বাংলানিউজকে জানান, সোমবার (২ মার্চ) রাতে তার বাড়ির কাছ থেকে ট্রাকটি চুরি হয়ে যায়।
এ ব্যাপারে জানতে চাইলে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) সানোয়ার হোসেন বাংলানিউজকে জানান, মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলী গ্লোরিয়াস পেট্রোল পাম্প থেকে ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-০২-০৮৯২) উদ্ধার করা হয়।
এ সময় ট্রাক চুরির সঙ্গে জড়িত থাকায় সন্দেহে ঢাকার উত্তরা থেকে কামাল উদ্দিনকে (২২) আটক করে পুলিশ।
বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫