ঢাকা: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে ১০ জন আহত হয়।
মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে ৯টায় ঢাকা-মাওয়া মহাসড়কের কদমতলী এলাকায় নগর পরিবহনের বাসে আগুন দেওয়া হয়।
কেরাণীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত বাংলানিউজকে জানান, খবর পেয়ে কেরাণীগঞ্জ ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাসের অনেকাংশ পুড়ে গেছে।
বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫