ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

চিরিরবন্দরে পেট্রোলবোমায় ট্রাক চালক-হেলপার দগ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৩ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
চিরিরবন্দরে পেট্রোলবোমায় ট্রাক চালক-হেলপার দগ্ধ

দিনাজপুর: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দর এলাকায় একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ট্রাকের চালক আবুল কালাম (৪৫) ও হেলপার মো. স্বপন (২৫) দগ্ধ হয়েছেন।



মঙ্গলবার (৩ মার্চ) রাত পৌনে ১০টার দিকে রাণীরবন্দর গ্রামীণ ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

দিনাজপুর চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান এ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, একটি মালবোঝাই ট্রাক দিনাজপুর দশমাইল থেকে রংপুর হয়ে ঢাকা যাওয়ার পথে রাণীরবন্দর এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা ট্রাকটি থামিয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে চালক ও হেলপার দগ্ধ হলে তাদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।

বাংলাদেশ সময়: ২৩১৪ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।