দিনাজপুর: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দর এলাকায় একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ট্রাকের চালক আবুল কালাম (৪৫) ও হেলপার মো. স্বপন (২৫) দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার (৩ মার্চ) রাত পৌনে ১০টার দিকে রাণীরবন্দর গ্রামীণ ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।
দিনাজপুর চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান এ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, একটি মালবোঝাই ট্রাক দিনাজপুর দশমাইল থেকে রংপুর হয়ে ঢাকা যাওয়ার পথে রাণীরবন্দর এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা ট্রাকটি থামিয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে চালক ও হেলপার দগ্ধ হলে তাদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।
বাংলাদেশ সময়: ২৩১৪ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫