ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধকে কেন্দ্র করে মঙ্গলবার রাতেও রাজধানীবাসীর নিরাপত্তা ও নাশকতামূলক কর্মকাণ্ডরোধে মোতায়েন করা হয়েছে ১৬ প্লাটুন বিজিবি।
মঙ্গলবার (০৩ মার্চ) রাত ১০টায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জনসাধারণের নিরাপত্তার স্বার্থে রাজধানী জুড়ে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্লাটুনগুলো টহলের পাশাপাশি রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর প্রতি নজর রাখবে।
তিনি আরও জানান, সন্ধ্যা সাড়ে ৬টা থেকেই বিজিবি সদস্যরা টহল দিচ্ছেন। বুধবার (০৪ মার্চ) ভোর ৬টা পর্যন্ত প্লাটুনগুলো নিরাপত্তা টহলে থাকবে।
সোমবার রাতেও রাজধানীর নিরাপত্তায় ১৬ প্লাটুনি বিজিবি মোতায়েন ছিলো।
বাংলাদেশ সময়: ২৩০৩ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫