ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে পেট্রোল বোমায় ট্রাক চালক দগ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৪ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
নোয়াখালীতে পেট্রোল বোমায় ট্রাক চালক দগ্ধ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: নোয়াখালী পৌরসভার সোনাপুর-মাইজদী সড়কের দত্তবাড়ী মোড়ে মালবাহী একটি ট্রাকে পেট্রোল বোমা ছুড়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকের চালক মো. ইসমাইল হোসেন (৫৫) দগ্ধ ও তার হেলপার আহত হয়েছেন।



এ ঘটনায় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মোহাম্মদ হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (০৩ মার্চ) রাত ৯টার দিকে এ নাশকতার ঘটনা ঘটে। দগ্ধ ট্রাক চালক মো. ইসমাইল হোসেন জেলার বেগমগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামের মফিজ উল্লার ছেলে। আহত হেলপারের নামপরিচয় জানা যায়নি।

স্থানীয়রা বাংলানিউজকে জানান, রাতে চালক ইসমাইল চৌমুহনী বাজার থেকে মালবোঝাই করে ট্রাক নিয়ে সোনাপুর বাজারের দিকে যাচ্ছিল। পথে সোনাপুর-মাইজদী সড়কের দত্তবাড়ী মোড় এলাকায় তাদের ট্রাকটি পৌঁছালে দুর্বৃত্তরা চলন্ত ট্রাক লক্ষ্য করে একটি পেট্রোল বোমা ছুড়লে মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়।

এতে চালক ইসমাইল দগ্ধ এবং গাড়ি থেকে লাফিয়ে সড়কের ওপর পড়ে হেলপার আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ট্রাকে পেট্রোল বোমা মেরে পালানোর সময় পুলিশ গুলি করলে মোহাম্মদ হোসেন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। পরে তাকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩১৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।