ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে ১৮ কেজি সোনা উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
মঙ্গলবার (০৩ মার্চ) রাত পৌনে ১১টার দিকে কাস্টমস কর্তৃপক্ষ সিঙ্গাপুর থেকে আসা রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইট (০৭৮৫) থেকে এ পরিমাণ সোনা উদ্ধার করে।
কাস্টমসের সহকারী কমিশনার ফরিদ আল মামুন বাংলানিউজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা সোনার বিষয়টি জানতে পারি। ফ্লাইটটি রাত ৯টায় ঢাকা এসে পৌঁছায়। এসময় পুরো উড়োজাহাজে তল্লাশি চালিয়ে রাত পৌনে ১১টার দিকে টয়লেট থেকে সোনা উদ্ধার করা হয়।
উদ্ধার করা সোনার মূল্য প্রায় সাড়ে নয় কোটি টাকা বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২৩১৩ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫/আপডেট: ২৩২৬ ঘণ্টা