কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন বুধবার।
বুধবার (০৪ মার্চ) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট মোজাম্মেল হক খান রতন।
আওয়ামী লীগের নেতৃত্বাধীন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত শাহ আজিজুল হক- মো. শহিদুল আলম শহীদ পরিষদ এবং বিএনপি মনোনীত জালাল মোহাম্মদ গাউস-আমিনুল ইসলাম রতন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এরই মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ হয়েছে।
কিশোরগঞ্জ জেলা বারে সব সময় আওয়ামী লীগের শক্ত অবস্থান। গত তিন মেয়াদে টানা সভাপতি নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগ নেতা ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাহ আজিজুল হক। এবার চতুর্থ বারের মতো তিনি নির্বাচন করছেন।
একইভাবে চতুর্থ বারের মতো সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন সমন্বয় পরিষদ মনোনীত প্রার্থী মো. শহীদুল আলম শহীদ। সমন্বয় পরিষদ ১৪টি পদেই প্রার্থী দিয়েছে।
অপরদিকে, অনেক দিন ধরেই বিএনপি বারে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছে। এবারও তারা সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৯টি পদে প্রার্থী দিয়েছে। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রবীণ আইনজীবী জালাল মোহাম্মদ গাউস। সাধারণ সম্পাদক পদে লড়ছেন জেলা বিএনপি নেতা আমিনুল ইসলাম রতন। জয়ের ব্যাপারে আশাবাদী দুই পরিষদই।
বাংলাদেশ সময়: ২৩৪৪ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫