ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

পলাশবাড়ীতে নাশকতা প্রতিরোধে সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৪ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
পলাশবাড়ীতে নাশকতা প্রতিরোধে সভা

গাইবান্ধা: জামায়াত অধ্যুষিত গাইবান্ধার পলাশবাড়ীতে চলমান হরতাল-অবরোধের নামে সহিংসতা ও নাশকতা প্রতিরোধে সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা সদরে রংপুর-ঢাকা মহাসড়ক সংলগ্ন ব্র্যাকমোড়স্থ ঈদগাহ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।



পলাশবাড়ী সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার এসএম মাজহারুল ইসলাম, পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মজিবুর রহমান, উপজেলা জাসদ সভাপতি নুরুজ্জামান প্রধান, উপজেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন সরকার দুলু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি তৌহিদুল ইসলাম মণ্ডল ও শ্রমিক লীগ সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।

বক্তরা সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সভায় উপস্থিত বিপুল সংখ্যক নারী-পুরুষ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ২৩৪৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।