চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর একরামুল হককে(৪৫)কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাত ১১টার দিকে পৌর এলাকার শেলিমাবাদে এ ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মইনুল ইসলাম বাংলানিউজকে জানান, রাতে কাউন্সিলরের শেলিমাবাদের বাড়িতে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় কাউন্সিলর ঘর থেকে বের হলে তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাকে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০০৩৮ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫