ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে কাউন্সিলরকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪২ ঘণ্টা, মার্চ ৪, ২০১৫
চাঁপাইনবাবগঞ্জে কাউন্সিলরকে কুপিয়ে জখম ছবি: প্রতীকী

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর একরামুল হককে(৪৫)কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাত ১১টার দিকে পৌর এলাকার শেলিমাবাদে এ ঘটনা ঘটে।



শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মইনুল ইসলাম বাংলানিউজকে জানান, রাতে কাউন্সিলরের শেলিমাবাদের বাড়িতে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় কাউন্সিলর ঘর থেকে বের হলে তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাকে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০৩৮ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।