ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

নাশকতারোধে বুধবার থাকবে ২৬৬ প্লাটুন বিজিবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১০ ঘণ্টা, মার্চ ৪, ২০১৫
নাশকতারোধে বুধবার থাকবে ২৬৬ প্লাটুন বিজিবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম ( ফাইল ফটো)

ঢাকা: হরতাল-অবরোধকে কেন্দ্র করে নাশকতারোধে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বুধবার ২শ’ ৬৬ প্লাটুন বিজিবি মোতায়েন করার কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জরুরি ভিত্তিতে প্রয়োজনে আরও ৭০ প্লাটুন প্রস্তত রাখার কথাও জানিয়েছে তারা।



মঙ্গলবার (০৩ মার্চ) বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসীন রেজা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার (০৪ মার্চ) রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ২শ’ ৬৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। এদিন ভোর ৬টা থেকেই তারা টহল শুরু করবেন।

তিনি আরও জানান, বুধবার সকাল সাড়ে ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শুধু রাজধানীতেই ১২ প্লাটুন বিজিবি নিরাপত্তা টহলে থাকবে। রাজধানী ঢাকার বাইরে থাকবে ২শ’ ৪৩ প্লাটুন বিজিবি। এর মধ্যে সাধারণ নিরাপত্তায় ১শ’ ৪৩ প্লাটুন, আর দেশের বিভিন্ন মহাসড়কে যানবাহনে নাশকতা প্রতিরোধ ও নিরাপত্তার জন্য টহলে থাকবে ১শ’ ১১ প্লাটুন বিজিবি। তারা সবাই ২৪ ঘণ্টা নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করবেন।

প্রয়োজনে আরও ৭০ প্লাটুন বিজিবি দেশের যেকোনো স্থানে মোতায়েনের জন্যও প্রস্তুত রাখা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০১১১ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।