ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

চরফ্যাশনে অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৭ ঘণ্টা, মার্চ ৪, ২০১৫
চরফ্যাশনে অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে ছাই ছবি: প্রতীকী

ভোলা: ভোলার চরফ্যাশন উপজেলা সদরের একটি বাজারে অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে কমপক্ষে ২ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।



মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে ১টি হোটেল, ৫টি পলিথিন দোকান, ২টি স্টেশনারি, ২টি সিলভার, ১টি জুতার দোকান, ২টি সূতার দোকান ও ২টি ফার্মেসি সম্পূর্ণ পুড়ে গেছে।

বাজারের ব্যবসয়ীরা জানান, চরফ্যাশন উপজেলা সদরের বটতলা বাজারে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই আগুন চারপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চরফ্যাশন ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে ১৫টি দোকান পুড়ে যায়।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার আগুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুনে ১২/১৩টি দোকান পুড়ে গেছে। তবে, এতে কেউ হতাহত হয়নি। আগুনে ব্যবসায়ীদের আনুমানিক ২ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।