ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে পৌনে ২ লাখ টাকার জালনোট উদ্ধার, আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৯ ঘণ্টা, মার্চ ৪, ২০১৫
সিলেটে পৌনে ২ লাখ টাকার জালনোট উদ্ধার, আটক ১ ছবি: প্রতীকী

সিলেট: সিলেটে বিপুল পরিমাণ জাল নোটসহ লুকুছ মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। লুকুছ সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পাঠানচক গ্রামের আজর আলীর ছেলে।



মঙ্গলবার (০৩ মার্চ) রাত পৌনে ১০টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বদিকোনা এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা তাকে আটক করেন। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাবের শ্রীমঙ্গল ক্যাম্পের স্কোয়াড্রন লিডার এম এ মুসাব্বির।

সিলেট র‌্যাব-৯ এর মিডিয়া উইংয়ের কর্মকর্তা (এএসপি) জালাল আহমদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক লুকুছের কাছ থেকে এক লাখ ৭৯ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। উদ্ধার করা জাল নোটগুলো এক হাজার টাকার।

তার বিরুদ্ধে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ০২৪১ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।