সাভার (ঢাকা): সাভারে তেলবাহী লরি চাপায় অজ্ঞাত পরিচয় এক মোটর সাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন মোটর সাইকেলে থাকা অন্য আরোহী।
মঙ্গলবার (০৩ মার্চ) রাত ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়ক সাভারের জোরপুল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের পরিচয় এখনও জানাতে পারেনি সাভার মডেল থানা পুলিশ।
স্থানীয়রা আহত আরোহীকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার (ওসি) আব্দুল মোতালেব মিয়া বাংলানিউজকে বলেন, লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে ও ঘাতক তেলবাহী লরিকে আটকের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ০২৪৯ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫