ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন স্মরণোৎসব শুরু বুধবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৭ ঘণ্টা, মার্চ ৪, ২০১৫
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন স্মরণোৎসব শুরু বুধবার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়া: বাউল সম্রাট ফকির লালন শাহ’র গান, বাউলমেলা ও সাধুসংঘের মধ্য দিয়ে বুধবার কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী লালন স্মরণোৎসব।

লালন একাডেমির আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এ অনুষ্ঠান সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।



অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধান অতিথি খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ। এ আয়োজনকে ঘিরে ছেঁউড়িয়ায় কালিনদীর তীরে লালন আখড়া বাড়িতে এখন সাজ সাজ রব।
বাউল সাধক ফকির লালন শাহর জীবদ্দশায় দোলপূর্ণিমা উপলক্ষে পালন করা হতো দোল উৎসব। আর দোলপূর্ণিমাকে ঘিরেই বসতো সাধুসংঘ।

সেই ধারাবাহিকতায় লালন একাডেমিও প্রতি বছর এ উৎসবটিকে পালন করে আসছে। সাধুদের মতে লালন অনুসারীরা দোলপূর্ণিমার এই রাতটির জন্য সারাবছর অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। সাঁইজির রীতি অনুসারে দোলপূর্ণিমায় অধিবাসের মধ্য দিয়ে ২৪ ঘণ্টার দোলসঙ্গ শুরু হয়।

রাতে জ্যোৎস্নার ছটায় আর মাতাল হাওয়ায় গানে গানে বাউল সাধকরা হারিয়ে যায় ভিন্ন কোনো জগতে।

লালন শাহের মানব কল্যানকর কথা ও গানগুলো ধারণ করেই দীর্ঘদিন ধরে লালন আখড়ায় আসা যাওয়া বাউল সাধকদের। বাউল সাধকদের মতে, মানবধর্মই বড় ধর্ম। আর প্রেম ভালোবাসাই পারেই মানবর্ধমকে সবার মাঝে ছড়িয়ে দিতে।

একসঙ্গে এভাবে সাধুসঙ্গ করলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। সাধু-গুরুর কৃপা ছাড়া মানুষ মুক্তি পেতে পারে না। তার কৃপায় মানুষ সঠিক পথ দেখে।

মরমি এ সঙ্গীত সাধকের বার্ষিক স্মরণোৎসব উপলক্ষে তার সাধন-ভজনের তীর্থস্থান ছেঁউড়িয়ার আখড়াবাড়ি প্রাঙ্গণ পরিণত হয়েছে উৎসবের পল্লীতে। দেশ-বিদেশ থেকে এখানে আগমন ঘটছে লালনভক্ত, বাউল অনুসারী ও সুধীজনের। কালীগঙ্গা নদীর ধারে বসেছে গ্রামীণ মেলা।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক বাংলানিউজকে বলেন, আগত অতিথি ও ভক্তরা যাতে শংকামুক্ত পরিবেশে অনুষ্ঠান উপভোগ করতে পারে সে ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব রকম পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

লালন একাডেমির সভাপতি ও কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বাংলানিউজকে বলেন, সবকিছু সুষ্ঠুভাবেই হবে। প্রতিদিন সন্ধ্যায় শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলবে লালনের জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণসহ আলোচনা ও লালন সঙ্গীতানুষ্ঠান। ৪ মার্চ শুরু হয়ে উৎসব চলবে ৮ মার্চ পর্যন্ত।

বাংলা ১২৯৭ সালের পয়লা কার্তিক ও ইংরেজি ১৭ অক্টোবর ১৮৯০ সালে মরমি সাধক লালন শাহর শেষশয্যা রচিত হয়।

বাংলাদেশ সময়: ০৩০২ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।