ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

নিরাপত্তা জোরদারে সিলেটে আইনশৃঙ্খলা কমিটির সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৫ ঘণ্টা, মার্চ ৪, ২০১৫
নিরাপত্তা জোরদারে সিলেটে আইনশৃঙ্খলা কমিটির সভা

সিলেট: সিলেটে নিরাপত্তা জোরদার করতে আইনশৃঙ্খলা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৩ মার্চ) বিকেল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অন‍ুষ্ঠিত সভায় সিলেটের সিএনজি ফিলিং স্টেশন, পেট্রোল পাম্প ও যানবাহনে নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ৮টি সিদ্ধান্ত নেওয়া হয়।



সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক শহিদুল ইসলাম। সভায় সর্বসম্মতিক্রমে পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসারসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া সিএনজি ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্পগুলোতে নিরাপত্তা জোরদারে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করার সিদ্ধান্ত হয়।

বৈঠকে প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা, ব্যবসায়ী, পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৪৩৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।