ঢাকা: যুক্তরাষ্ট্রের নাগরিক ও বাংলাদেশি ব্লগার-লেখক অভিজিৎ রায় হত্যাকাণ্ডে জড়িতদের বিচার নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়ার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির কাছে চিঠি লিখেছেন দেশটির দুই বিরোধী দলের ছয় কংগ্রেসম্যান।
ঢাকাস্থ মার্কিন দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।
চিঠিতে বলা হয়- বিশ্বব্যাপী মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে কাজ করা ব্যক্তিদের ওপর ধর্মীয় উগ্রবাদীদের হামলা বেড়েছে। এই অবস্থায় যুক্তরাষ্ট্র সন্ত্রাসীদের দায়মুক্তিকে অনুমোদন করতে পারে না।
কংগ্রেসম্যান মাইক হোন্ডা, এড রয়েস, এলিয়ট এঙ্গেল, গ্রেস মেং, স্টিভ শ্যাবট এবং অ্যামি বেরার এই চিঠি পাঠিয়েছেন।
চিঠিতে কংগ্রেসম্যান মাইক হোন্ডা বলেন, অভিজিতের হত্যাকারীদের বিচারের মুখোমুখি করতে ঢাকায় মার্কিন দূতাবাস ও পররাষ্ট্র দপ্তরকে অবশ্যই বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে হবে।
এছাড়া ধর্মনিরপেক্ষ ও লেখকদের হুমকির বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে নিচ্ছে তা নিশ্চিত করতে হবে।
অ্যামি বেরা বলেন, মৌলিক মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশকে অবশ্যই একসঙ্গে কাজ করতে হবে। অভিজিত রায়ের হত্যাকারীদের বিচারের মুখোমুখি করার জন্য পররাষ্ট্র দপ্তর ও মার্কিন দূতাবাসকে দ্রুত কাজ করার আহ্বান জানান তিনি।
গত ২৬ ফেব্রুয়ারি বইমেলার বাইরে কুপিয়ে হত্যা করা হয় সাম্প্রদায়িকতাবিরোধী লেখক অভিজিৎ রায়কে। এ হামলায় আহত হন তার স্ত্রী ব্লগার রাফিদা আহমেদ বন্যাও। ইতোমধ্যে বন্যাকে যুক্তরাষ্ট্র নিয়ে যাওয়া হয়েছে।
এবার একুশের বইমেলায় দুটি বই প্রকাশ হয় অভিজিতের। এ কারণেই গত ১৫ ফেব্রুয়ারি দেশে ফিরেছিলেন শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক অজয় রায়ের ছেলে অভিজিত রায়।
বাংলাদেশ সময়: ০৬৪৯ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫