ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বাধ্যতামূলক হচ্ছে প্রার্থীর আয়কর সনদ

ইকরাম-উদ দৌলা, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৮ ঘণ্টা, মার্চ ৪, ২০১৫
বাধ্যতামূলক হচ্ছে প্রার্থীর আয়কর সনদ

ঢাকা: জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের ১২ ডিজিটের কর শনাক্তকরণ নম্বর (ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর-টিআইএন) সনদ দাখিল বাধ্যতামূলক করছে নির্বাচন কমিশন (ইসি)।

একই সঙ্গে সিটি করপোরেশন, পৌরসভা এবং উপজেলা নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের ক্ষেত্রেও বিধানটি প্রযোজ্য হবে।


 
সংশ্লিষ্টরা বলছেন, ১৯৮৪ সালে আয়কর অধ্যাদেশের ১৮৪(এ) এর (১) উপাধারায় একটি নতুন পরিচ্ছদ সংযোজন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

নতুন সংযোজিত পরিচ্ছদ ‘ডব্লিউ’ অনুযায়ী, উপজেলা, পৌরসভা, সিটি করপোরেশন অথবা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ১২ ডিজিটের টিআইএন সনদ দাখিল করতে হবে।
 
তবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ক্ষেত্রে কোনা নির্দেশনা দেওয়া হয়নি বলে জানান তারা।
 
ইসি সূত্রে জানা যায়, ২০১৪ সালের শেষের দিকে এনবিআর অধ্যাদেশটি বাস্তবায়নের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেয়। সে অনুযায়ী জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে বিধিমালা সংশোধন করে বিষয়টি সংযোজন করার উদ্যোগ নিচ্ছে ইসি।

বর্তমান বিধান অনুযায়ী, কোনো প্রার্থীকে মনোনয়ন ফরমে ‘কর দাতা’ অথবা ‘কর দাতা নয়’ হিসেবে ঘোষণা করতে হয়। এক্ষেত্রে করদাতা হলে রিটার্ন দাখিলের কপি ও রাজস্ব বোর্ডের প্রমাণপত্র জমা দিতে হয়।
 
কিন্তু নির্বাচন বিধিমালা সংশোধন হওয়ার পর সব প্রার্থীদের রিটার্ন দাখিলের কপির সঙ্গে ১২ ডিজিটের টিআইএন সনদও জমা দিতে হবে।
 
এ বিষয়ে ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব আব্দুল অদুদ বাংলানিউজকে জানান, সামনে সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই বিধিমালা সংশোধন করে টিআইএন সনদ জমা দেওয়ার বিষয়টি ইসিকে বিধিমালায় অন্তর্ভুক্ত করতে হবে।

‘এ নিয়ে এরইমধ্যে কাজ শুরু হয়েছে,’—যোগ করেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন উপ-সচিব বলেন, এনবিআর এর পাঠানো চিঠির ভিত্তিতে টিআইএন সনদ জমাদানের বিষয়টি বাধ্যতামূলক করতে আলোচনা হয়েছে। শিগগিরই বিধিমালা সংশোধন করে সামনের নির্বাচন করা হবে।
 
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ১২ ডিজিটের আয়কর সনদ আগে বাধ্যতামূলক নেওয়া হয়নি। কারো আয়, করের আওতায় হলে কেবল তার রিটার্ন দাখিলের কপি ও আয়কর অফিসের প্রমাণপত্র নেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক জেলা নির্বাচন কর্মকর্তা বাংলানিউজকে বলেন, এর আগে কোনো প্রার্থীর আয় করের আওতাভুক্ত না হলে তার কাছ থেকে কর সংশ্লিষ্ট কিছু নেওয়া হয়নি। তবে অনেকেই আবার ১০ ডিজিটের আয়কর সনদ দিয়েছেন।

নতুন বিধান বিধিমালায় সংযোজন হলে সব প্রার্থীকেই ১২ ডিজিটের টিআইএন সনদ জমা দিতে হবে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ০৯১৯ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।