ঢাকা: পশ্চিমা লঘুচাপের প্রভাবে বুধবার সকাল থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হচ্ছে।
এই লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত।
মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- ফরিদপুর ও ঢাকা অঞ্চলসহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ প্রধানতঃ শুষ্ক থাকতে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ঢাকায় বাতাসের গতি ও দিক উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ০৮/১২ কিলোমিটার। ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল শতকরা ৪৯ শতাংশ।
এদিকে, পরবর্তী ৪৮ ঘণ্টায় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে এরপর ফের বাড়তে শুরু করবে তাপমাত্রা।
বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ ৩৪.৪ ডিগ্রি তাপমাত্রা থাকবে বরিশালের খেপুপাড়ায়, সর্বনিন্ম ১৬.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে রংপুরে।
বাংলাদেশ সময়: ০৯২৩ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫