মৌলভীবাজার: মৌলভীবাজারের জুড়ী উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (৪ মার্চ) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ভোরে জুড়ী বাসস্ট্যান্ডের কাছে দাঁড়িয়ে থাকা লিটন পরিবহনের একটি বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় ১৫/২০ জন দুর্বৃত্ত। খবর পেয়ে বড়লেখা ও কুলাউড়া ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভায়।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হামিদুর রহমান সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আটক করার চেষ্টা চলছে।
এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫