নওগাঁ: নওগাঁর মহাদেবপুর উপজেলার বাঘাচারা এলাকায় ট্রাকের চাপায় রমজান আলী (২০) নামে এক যুবক ও সমিরন (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আব্দুর রহমান (৩২) নামে এক ভ্যানচালক আহত হয়েছেন।
বুধবার (৪ মার্চ) সকাল সোয়া ৯টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক নওগাঁ সদর উপজেলার ফারাতপুর গ্রামের আতাউর রহমানের ছেলে ও সমিরন একই গ্রামের মৃত জতীস চন্দ্রের স্ত্রী।
আহত ভ্যানচালককে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, সকালে কুল বিক্রির জন্য রমজান ও সমীরন রিকশা ভ্যানে করে নওগাঁ শহরে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা। এসময় ভ্যানচালক আব্দুর রহমান আহত হন।
নওহাটা পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাকিম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় মহাদেবপুর থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও জানান এসআই আব্দুল হাকিম।
বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫