ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

খালেদাকে নিরাপত্তা দিতে প্রস্তুত পুলিশ

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, মার্চ ৪, ২০১৫
খালেদাকে নিরাপত্তা দিতে প্রস্তুত পুলিশ ছবি : নাজমুল হাসান /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খালেদার গুলশান কার্যালয় থেকে: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া আদালতে যেতে চাইলে তাকে নিরাপত্তা দিতে প্রস্তুত রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডি‌এমপি)।

বুধবার (০৪ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার নুরুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাংলানিউজকে এ কথা জানান।



তিনি বলেন, খালেদা জিয়াকে নিরাপত্তা দিতে আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। তিনি এখনো যদি আদালতে যেতে চান, আমরা প্রস্তুত রয়েছি। তার নিরাপত্তা নিশ্চিত করতে কয়েক স্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে। গুলশানে বিএনপি কার্যালয়ে থেকে শুরু করে বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোনো সময় চাইলেই তিনি আদালতে যেতে পারেন।

অর্থ আত্মসাতের অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুই মামলার শুনানি রাজধানীর বকশিবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে বুধবার সকাল সাড়ে দশটার পরে অনুষ্ঠিত হবে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার তিনটি বিষয়ে পৃথক পৃথক শুনানি হওয়ার দিন ধার্য রয়েছে এদিন।

দুর্নীতি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে প্রধান আসামি খালেদা জিয়াসহ তিন আসামির বিরুদ্ধে। অন্য দু’জন হচ্ছেন মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ। শুনানিতে দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকায় গত ২৫ ফেব্রুয়ারি এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

এ গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবিতে খালেদা জিয়ার করা আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে বুধবার। মঙ্গলবার (৩ মার্চ) খালেদার পক্ষে তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারে আবেদন জানালে শুনানির এ দিন ধার্য করে দিয়েছেন আদালত।

মামলাটির অপর আসামি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান খালেদার বড় ছেলে তারেক রহমানকেও বুধবার আদালতে হাজির করতে গত ২৫ ফেব্রুয়ারি তার আইনজীবীদের নির্দেশ দিয়েছিলেন আদালত। এ বিষয়ে শুনানিও রয়েছে আদালতের কার্যতালিকায়।

অন্যদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্যগ্রহণেরও দিন ধার্য রয়েছে। এর আগে এ মামলায় সাক্ষ্য দিয়েছেন বাদী ও প্রথম সাক্ষী দুদকের উপ-পরিচালক হারুন-অর-রশিদ।

তবে নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে আদালতে হাজির হচ্ছেন না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এদিন তিনি ছোট ছেলে আরাফাত রহমান কোকোর চেহলামে ব্যস্ত থাকবেন বলে তার মিডিয়া উইং সদস্যরা জানিয়েছেন।

আর নানা কারণ দেখিয়ে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার ও সাক্ষ্যগ্রহণ স্থগিতের আবেদন জানাবেন বলে জানিয়েছেন খালেদার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। খালেদা জিয়া আদালতে হাজির হচ্ছেন না বলেও নিশ্চিত করেছেন তিনি।

তবে দুদক ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, সাক্ষ্য দিতে তাদের সাক্ষী হাজির আছেন আদালতে। দুদকের আইনজীবী অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল জানান, পলাতক দেখিয়ে তারেক রহমানের জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারিরও আবেদন জানাবেন তারা।  

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫

** গুলশানে টেনশন
** যাচ্ছেন না খালেদা, দুর্নীতি মামলার শুনানি বুধবার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।