ঢাকা: হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমদানি নিষিদ্ধ ১৬০ কেজি বিদেশি ওষুধ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা অধিদফতর।
বুধবার (০৪ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ওষুধ জব্দ করা হয়।
কাস্টমস গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক মঈনুল হকের পাঠানো এক ক্ষুদেবার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯৫৯ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫শাহজালালে ১৬০কেজি বিদেশি ওষুধ জব্দ