ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীর খড়খড়ি থেকে ১৫ ককটেল উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, মার্চ ৪, ২০১৫
রাজশাহীর খড়খড়ি থেকে ১৫ ককটেল উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহীতে ১৫টি ককটেল উদ্ধার করেছে ৠাব-৫। বুধবার (০৪ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে মহানগরের খড়খড়ি এলাকা থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।



ৠাব-৫’র রেলওয়ে কলোনি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি মির্জা গোলাম সারোয়ার জানান, ভোরে ৠাবের একটি দল বাইপাস সড়কে টহল দিচ্ছিল। এ সময় খড়খড়ি এলাকায় টহল দলকে দেখে এক যুবক একটি ব্যাগ রেখে দৌড়ে পালিয়ে যায়। পরে ওই ব্যাগ তল্লাশি করে ১৫টি ককটেল উদ্ধার করা হয়।

হরতাল-অবরোধে নাশকতার জন্য ককটেলগুলো নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে ৠাব।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ৠাবের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।