মৌলভীবাজার: মৌলভীবাজার জেলা জুড়ে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৪ মার্চ) ভোরে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মৌলভীবাজার সদর উপজেলার উজ্জ্বল মিয়া (৩২), আশরাফ আল নুর (৩৩), বিকাশ রায় (২৭), মশাইদ মিয়া (৩০), সুজন মিয়া (২৫), রাজনগরের হাফিজ মিয়া (২৯), কুলাউড়ার আব্দুল্লাহ মিয়া (২৫), হান্নান মিয়া (৪২), শাবলু মিয়া (২৮), মিরাজ আলী (৩৫), জুড়ীর আদর মিয়া (৩৮) এবং কমলগঞ্জ উপজেলার ছয়ফুদ্দিন (৩০) ও আমজান মিয়া (২৩)।
মৌলভীবাজারের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তোফায়েল আহমদ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫