ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় ৪ কেজি হেরোইন উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, মার্চ ৪, ২০১৫
কুমিল্লায় ৪ কেজি হেরোইন উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা: কুমিল্লার বৌয়ারা বাজার বিওপির নোয়াপাড়া থেকে চার কেজি হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। যার দাম আনুমানিক চার কোটি টাকা।



মঙ্গলবার (৪ মার্চ) রাতে ১০ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আতাউল্লাহ জামীর নেতৃত্বে বিজিবি একটি দল রাস্তার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় এ হেরোইন উদ্ধার করে।

১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোখলেছুর রহমান বাংলানিউজকে জানান, ধারণা করা হচ্ছে, সুযোগ বুঝে পাচার করার জন্য চোরাকারবারীরা নোয়াপাড়ায় চার কেজি হেরোইন লুকিয়ে রেখেছিল। তবে তার আগেই বিজিবির টহল দল এই হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়।

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫
সম্পাদনা: শিমুল সুলতানা, কান্ট্রি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।