বান্দরবান: বান্দরবানে আগুন লেগে অন্তত ২৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
বুধবার (৪ মার্চ) সকালে জেলা শহরের হাফেজঘোনা এলাকায় এ অগ্নিকাণ্ড হয়।
স্থানীয়রা জানান, হাফেজঘোনা এলাকার একটি বাড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে এসে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। কিন্তু ততক্ষণে কাঁচা-পাকা প্রায় ২৫টি বসতঘর ও দোকানঘর পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্তদের দাবি, এতে তাদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।
২৫ ঘর পুড়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করে বান্দরবান ফায়ার সর্ভিসের কর্মকর্তা রণবির দাস বাংলানিউজকে জানান, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫