ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

দিনভরই বাগড়া দেবে বৃষ্টি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, মার্চ ৪, ২০১৫
দিনভরই বাগড়া দেবে বৃষ্টি ছবি: কাশেম হারুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বুধবার দিনভরই থেমে থেমে বাগড়া দেবে বেরসিক বৃষ্টি। পশ্চিমা লঘুচাপের প্রভাবে সকাল থেকে হঠাৎ করেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় হালকা ও মাঝারি বৃষ্টিপাত হচ্ছে।



আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, সারাদিন এভাবে কখনো ইলশে গুঁড়ি, কখনোবা একটু জোরে ঝরবে বৃষ্টির ধারা। তবে মুষল বৃষ্টির সম্ভাবনা কম। যদিও সূর্যের দেখা পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে বৃহস্পতিবার সকাল থেকে ফের সূর্য হাঁসবে আকাশে।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত। আর দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে স্বাভাবিক লঘুচাপ।

বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- ফরিদপুর ও ঢাকা অঞ্চলসহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ প্রধানতঃ শুষ্ক থাকতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ঢাকায় উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে আসা বাতাস ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বইছে। ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা শতকরা ৪৯ শতাংশ।

পরবর্তী ৪৮ ঘণ্টায় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে এরপর ফের বাড়তে শুরু করবে তাপমাত্রা।

বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে বরিশালের খেপুপাড়ায়, সর্বনিন্ম ১৬ ডিগ্রি তাপমাত্রা থাকবে রংপুরে।

বাংলাদেশ সময়: ১১৪৭  ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫

** পশ্চিমা লঘুচাপে দেশজুড়ে বৃষ্টি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।