ঢাকা: রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে দশ কেজি গাঁজাসহ মো. ফারুক (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) দুপুর ১২টার দিকে তাকে আটক করে পুলিশ।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, তিতাস এক্সপ্রেস ট্রেনে করে আখাউড়া থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন আসেন ফারুক। স্টেশনে নামার পর সন্দেহজনকভাবে তাকে তল্লাশি করা হয়। এসময় তার ব্যাগ থেকে দশ কেজি গাঁজা জব্দ করা হয়।
ফারুকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।
বাংলাদেশ সময় : ১২১৬ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫