ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

কোম্পানীগঞ্জে ট্রাক্টর চাপায় শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, মার্চ ৪, ২০১৫
কোম্পানীগঞ্জে ট্রাক্টর চাপায় শিশুর মৃত্যু

সিলেট: সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলায় ট্রাক্টর চাপায় সাইদুল ইসলাম (০৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (০৪ মার্চ) সকাল ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইদুল উপজেলার রুস্তমপুর ইউনিয়নের নতুনভাঙ্গা গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিছনাকান্দি পাথর কোয়ারি থেকে একটি ট্রাক্টর হাদারপাড় পাথর কোয়ারিতে যাচ্ছিল।

পথিমধ্যে নতুনভাঙ্গা এলাকা দিয়ে যাওয়ার সময় রাস্তায় খেলারত শিশু সাইদুলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তবে সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বাংলানিউজকে বলেন, এধরনের দুর্ঘটনার খবর জানা নেই। তবে খোঁজ নেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।