সিলেট: সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলায় ট্রাক্টর চাপায় সাইদুল ইসলাম (০৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (০৪ মার্চ) সকাল ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিছনাকান্দি পাথর কোয়ারি থেকে একটি ট্রাক্টর হাদারপাড় পাথর কোয়ারিতে যাচ্ছিল।
পথিমধ্যে নতুনভাঙ্গা এলাকা দিয়ে যাওয়ার সময় রাস্তায় খেলারত শিশু সাইদুলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তবে সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বাংলানিউজকে বলেন, এধরনের দুর্ঘটনার খবর জানা নেই। তবে খোঁজ নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫