ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

দাগনভূঞায় বাস উল্টে আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, মার্চ ৪, ২০১৫
দাগনভূঞায় বাস উল্টে আহত ১৫ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীর দাগনভূঞা উপজেলার জয়লষ্কর নুরুল্লাপুর রাস্তার মাথা এলাকায় বাস উল্টে ১৫ যাত্রী আহত হয়েছেন।

বুধবার (৪ মার্চ) বেলা পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।



হাইওয়ে পুলিশ জানায়, বাসটি চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ভোলা যাচ্ছিল। পথে জয়লষ্কর নুরুল্লাহপুর রাস্তার মাথা এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে উল্টে যায়। এসময় বাসের ৫০ যাত্রীর মধ্যে ১৫ জন আহত হন।

ফেনী সদর হাসপাতের আবাসিক মেডিকেল অফিসার অসীম কুমার সাহা জানান, আহতদের একজনের অবস্থা গুরুতর। তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছ। বাকিদের ফেনী আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
 
দাগনভূঞাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সল বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।