পঞ্চগড়: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় গেলাম নুর (১৭) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (৪ মার্চ) দুপুরে জেলার দেবীগঞ্জ উপজেলার সোনাহার ইউনিয়নের বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত গোলাম নুর উপজেলার সোনাহার ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে গেলাম নুর বাইসাইকেলে করে বটতলী গ্রামের কাঁচা রাস্তা থেকে দেবীগঞ্জ-নীলফামারী সড়কে উঠছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিলে সে বাইসাইকেলসহ ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
স্থানীয় লোকজন উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষাণা করেন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আলী খাঁন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫