ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট-সিরাজগঞ্জ বাইপাস রোডে বর যাত্রীবাহী ভটভটি খাদে পড়ে শামীমা আকতার (১৪) নামে এক কিশোরী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বরসহ অন্তত পাঁচজন।
বুধবার (৪ মার্চ) বিকেল ৫টার দিকে ধুনট-সিরাজগঞ্জ রোডের মহিশামুড়া সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামীমা আকতার ধুনট উপজেলার এলাঙ্গা প্রামাণিক পাড়ার শামসুল হকের মেয়ে ও এলাঙ্গী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
আহতরা হলেন, এলাঙ্গী গ্রামের ভুলু প্রামাণিকের ছেলে (বর) মোশারফ হোসেন (২০), জাহাঙ্গীর আলমের স্ত্রী নাজমা খাতুন (২৪), বারুই প্রামাণিকের ছেলে সাফের আলী (৬২), দেলোয়ার হোসেনের ছেলে আব্দুস ছামাদ (৬৫) ও তার মেয়ে রাবেয়া খাতুন (১২)।
স্থানীয়রা জানান, ধুনট উপজেলার এলাঙ্গী গ্রামের ভুলু প্রামাণিকের ছেলে মোশারফ হোসেনের বিয়ের জন্য ২০ জন বরযাত্রী নিয়ে একটি ভটভটি সিরাজগঞ্জের বয়রা গ্রামে রওনা হয়। অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে ভটভটিটি মহিশামুড়া সেতুর উপর উঠতে গিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ছয়জন আহত হন।
স্থানীয় লোকজন তাৎক্ষণিক আহতের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শামীমা আকতারের মৃত্যু হয়। ঘটনার পর থেকে ভটভটি চালক পলাতক রয়েছেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্ততি চলছে এবং ভটভটি চালককে আটকের চেষ্টা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫