ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

ফুলছড়িতে নিখোঁজের ৬ দিন পর যুবকের মৃতদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, মার্চ ৪, ২০১৫
ফুলছড়িতে নিখোঁজের ৬ দিন পর যুবকের মৃতদেহ উদ্ধার

গাইবান্ধা: গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় নিখোঁজের ছয় দিন পর গোলাম মোস্তফা (৩৯) নামে এক এনজিও কর্মীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (০৪ মার্চ) দুপুরে উপজেলার কোচখালী এলাকায় ব্রহ্মপুত্র নদীতে ভাসমান অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয়।



গোলাম মোস্তফা গাইবান্ধা শহরের খাঁ পাড়ার ফেন্ডশিপ নামে একটি এনজিও কার্যালয়ে কেয়ার টেকারের চাকরি করতেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোলাম মোস্তফা বেতন নিয়ে নিজ বাড়ি সদর উপজেলার মোল্লারচরে যাচ্ছিলেন। পথে চরসিদাই এলাকা থেকে তিনি নিখোঁজ হন। এরপর থেকে গোলাম মোস্তফার কোনো খোঁজ পাওয়া যায়নি। ঘটনার ছয় দিন পর বুধবার দুপুরে নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।