ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, মার্চ ৪, ২০১৫
সিলেটে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ছবি : প্রতীকী

সিলেট: জেলার ফেঞ্চুগঞ্জে ট্রেনে কাটা পড়ে তোরাব আলী(৬২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত তোরাব আলীর বাড়ি জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার ছত্রিশ গ্রামে।

 

 

বুধবার (৪ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার মাইজগাঁও রেলস্টেশনে এ ঘটনা ঘটে।  

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই বৃদ্ধের পড়নের লুঙ্গি রেললাইনের স্লিপারের সাথে আটকে যায়। লুঙ্গি ছাড়ানোর জন্য তোরাব আলী ব্যস্ত হয়ে পড়েন। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্ত:নগর উদয়ন এক্সপ্রেস ট্রেনটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

ঘটনার সত্যতা স্বীকার করে রেলওয়ে পুলিশ সিলেট জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়।

 

দুপুরের দিকে ওই বৃদ্ধের খণ্ডিত মৃতদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।  

 

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।