রাজশাহী: রাজশাহীর তানোর উপজেলার শিবতলা কেন্দ্রীয় মন্দির কমিটির উদ্যোগে শান্তিকল্পে ১৬ প্রহরব্যাপী (দুই দিন) লীলা কীর্তন চলছে।
মঙ্গলবার (০২ মার্চ) রাতে কীর্তন শুরু হয়।
বুধবার (০৪ মার্চ) অনুষ্ঠানে লীলাকীর্তন পরিবেশন করেন- নদীয়া ভারতের রায় কিশোরী সম্প্রদায় ও কলকাতা দূরদর্শনের শিল্পী রাইরঞ্জনা মজুমদার, নওগাঁর রাধা মাধব সম্প্রদায়ের শ্রী মৎ বেনীমাধব দাস, রংপুর ভাইবোন সম্প্রদায়ের শ্রী মৎ রূপম কুমার বর্মণ।
এছাড়া নামকীর্তন পরিবেশন করবেন, তানোরের শ্রী মৎ ভরত কুমার দাস ও শ্রী অজিত পাল। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক সন্তোষ কুমার অধিকারী (বাবা ঠাকুর)।
অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে আসা ও স্থানীয় ভক্তদের প্রসাদ গ্রহণ এবং নিরাপত্তা নিশ্চিতে স্বেচ্ছাসেবকসহ পুলিশের একটি টিম কাজ করছেন বলে জানান সন্তোষ কুমার।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫