ঢাকা: রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের প্লাটফর্ম থেকে ১৩ কেজি গাঁজাসহ দুই গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (০৪ মার্চ) তাদের গ্রেফতার করে কমলাপুর রেলওয়ে থানা পুলিশ।
কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বাংলানিউজকে জানান, আখাউড়া থেকে ট্রেনে গাঁজার চালান আসছে- এমন তথ্যের ভিত্তিতে পুলিশ আগত ট্রেনের যাত্রীদের প্রতি নজর রাখে। পরে বেলা ১১টায় আখাউড়া থেকে ট্রেনে করে আসা যাত্রী মোহাম্মদ ফারুককে (৫০) তল্লাশি করে তার ব্যাগ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পরে বিকেল ৫টায় আখাউড়া থেকে আসা আরেকটি ট্রেন থেকে নামেন আক্তার আলী নামের ২১ বছর বয়সী এক যুবক। তার দেহ তল্লাশি করে পাওয়া যায় আরো ৩ কেজি গাঁজা। আক্তার অভিনব কায়দায় শরীরের বিভিন্ন অঙ্গে স্কসটেপ দিয়ে পেঁচিয়ে গাঁজা বহন করছিলো।
গ্রেফতার দু’জনই স্বীকার করেছেন, তারা অনেক দিন যাবত আখাউড়া থেকে গাঁজা এনে চিটাগাং রোড দিয়ে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সরবরাহ করতো।
ওসি আব্দুল মজিদ আরও জানান, এই দুই গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫