মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে সোনার একটি বারসহ দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ।
বুধবার (০৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বালিয়াঘাট মোড় থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মেহেরপুর শহরের মণ্ডলপাড়া এলাকার আব্দুল মতিনের ছেলে মাসুদুর রহমান ও সদর উপজেলার পিরোজপুর গ্রামের তফেজ উদ্দীনের ছেলে রবিউল ইসলাম।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
গাংনীর পিরতলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুবির কুমার জানান, মোটরসাইকেলে করে দুই জন পাচারকারী কাজীপুর সীমান্তের দিকে যাচ্ছে -এমন সংবাদের ভিত্তিতে বামুন্দী-কাজীপুর রোডের বালিয়াঘাট বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায় পুলিশ। এ সময় একটি মোটরসাইকেলের দুই আরোহীকে সন্দেহ হলে তাদের দেহ তল্লাশি করে একটি সোনার বার পাওয়া যায়।
ওসি আকরাম হোসেন জানান, সোনার বার উদ্ধারের ঘটনা গাংনী উপজেলায় এটাই প্রথম। ধরণা করা হচ্ছে জব্দ করা সোনার বার কাজীপুর সীমান্ত দিয়ে ভারতে পাচার করা হতো।
আটকদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়া, বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের মেহেরপুর কারাগারে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫