ঢাকা: একজন অতিরিক্ত সচিব ও নয়জন যুগ্মসচিবসহ প্রশাসনের ঊর্ধ্বতন ১০ পদে রদবল করেছে সরকার।
বুধবার (৪ মার্চ) বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আলাদা আদেশ জারি করা হয়।
আদেশে বঙ্গবন্ধু কল্যাণ ফাউন্ডেশনের সচিব, অতিরিক্ত সচিব বিমান কুমার সাহাকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।
যুগ্ম-সচিব পর্যায়ে স্থানীয় সরকার বিভাগের চট্টগ্রামের পরিচালক শংকর রঞ্জন সাহাকে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার করা হয়েছে। এছাড়া সরকারি কর্মকমিশন সচিবালয়ের পরিচালক (বদলির আদেশাধীন) দীপক চক্রবর্তীকে চট্টগ্রামে স্থানীয় সরকার বিভাগের পরিচালক করা হয়েছে।
অপর এক আদেশে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে সংযুক্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) যুগ্ম-সচিব মো. আব্দুল মালেককে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব করা হয়েছে।
একই আদেশে মিল্কভিটার ব্যবস্থাপনা পরিচালক এম এ মান্নান হাওলাদারকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগে ন্যস্ত করা হয়।
অন্য আদেশে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) স্বপন কুমার বড়ালকে (যুগ্ম-সচিব) ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম চতুর্থ পর্যায়’ শীর্ষক প্রকল্পের পরিচালক, ন্যাপে বদলির আদেশাধীন ওএসডি যুগ্ম-সচিব জ্যোতির্ময় সমদ্দারকে বঙ্গবন্ধু ক্রীড়া সেবী কল্যাণ ফাউন্ডেশনের সচিব, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক মো. এনামুল হককে ‘সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক, ‘খুলনা জেলা কারাগার নির্মাণ প্রকল্পের পরিচালক মো. হুমায়ুন কবীরকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রকল্পের প্রকল্প পরিচালক এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মো. জহির উদ্দিন বাবরকে মিল্কভিটার ব্যবস্থাপনা পরিচালক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, মার্চ ৪, ২০১৫