ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

দেবিদ্বারে পেট্রোল বোমা হামলার ঘটনায় মামলা, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, মার্চ ৪, ২০১৫
দেবিদ্বারে পেট্রোল বোমা হামলার ঘটনায় মামলা, আটক ২ ছবি : প্রতীকী

কুমিল্লা: কুমিল্লার দেবিদ্বারে ট্রাকে পেট্রোল বোমা হামলায় চালক ও তার সহযোগী দগ্ধ হওয়ার ঘটনায় বিএনপি-জামায়াতের ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।  

 

বুধবার (০৪ মার্চ) দুপুরে দেবিদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির সিকদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

 

মামলায় আসামিদের মধ্যে ১৮ জনের নাম উল্লেখ করে আরো ১২ জনকে অজ্ঞাত হিসেবে দেখানো হয়েছে।  

 

এদিকে, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দেবিদ্বার ইউছুফপুর গ্রামের আউয়াল মেম্বারের ছেলে শিবির নেতা অলিউল্লাহ (৩০) ও বুড়িচং উপজেলার পাচোরা গ্রামের আব্দুল হাকিমের ছেলে শিবির নেতা সাইফুল ইসলামকে (১৮) আটক করেছে।  

 

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার ও মুরাদনগর উপজেলার সীমান্তে সিএন্ডবি ও ইউছুফপুর এলাকার মধ্যবর্তী স্থানে দুর্বৃত্তরা একটি ট্রাকে পেট্রোল বোমা হামলা চালায়।   

 

এতে ট্রাকের চালক ও তার সহযোগী আগুনে দগ্ধ হন। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় অবরোধকারীদের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে, তাদের বেশিরভাগই জামায়াত-শিবিরের নেতাকর্মী বলে জানান ওসি।  

 

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।