রাজশাহী: চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্রিজ সংলগ্ন টোল ঘরের সামনে থেকে ২শ’ বোতল ফেনসিডিলসহ আরিফ হোসেন (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫ ।
বুধবার ( ৪ মার্চ) দুপুরে তাকে আটক করা হয়।
র্যাব-৫ এর মিডিয়া সেলের সিনিয়র এসএসপি মীর্জা গোলাম সারোয়ার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শিবগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জ সদরে ফেনসিডিল নিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়েছে। এ সময় একটি অটোরিকশা এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫