সিলেট: সিলেটে ট্রাকের ধাক্কায় জেরিন বেগম (১৫) নামে এক স্কুলছাত্রী আহত হয়েছেন। এদিকে এ দুর্ঘটনার পর পুলিশের গুলিতে আরও এক শিক্ষার্থীসহ তিনজন আহত হয়েছেন।
বুধবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে দক্ষিণ সুরমার আহমদপুরে সিলেট-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ইমু বেগম (১৫), জাহাঙ্গীর আলম (৩৬) ও উস্তার আলী (২৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল ছুটির পর রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন সিলেটের দক্ষিণ সুরমার আহমদপুর প্রগতি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী জেরিন বেগম।
স্থানীয় লোকজন তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। জেরিনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক।
এদিকে খবর ছড়িয়ে পড়লে বিক্ষুদ্ধ জনতা ও শিক্ষার্থীরা তিনটি ট্রাক, একটি প্রাইভেটকার ও দুটি সিএনজি চালিত অটোরিকশা ভাংচুর করে। এ সময় পুলিশ হরতালের সমর্থক মনে করে তাদের ওপর গুলি চালায়। এ সময় স্কুলছাত্রী ইমু বেগম, জাহাঙ্গীর আলম ও উস্তার আলী আহত হন। জাহাঙ্গীর আলমের পেটে ও উস্তারের হাতে গুলি লাগে। এ ঘটনার পর স্থানীয় লোকজনের ধাওয়া খেয়ে পালিয়ে যায় পুলিশ সদস্যরা।
আহত ইমু বেগম ওই বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী, জাহাঙ্গীর আলম দক্ষিণ সুরমার বদিকোনা গ্রামের সমুজ আলীর ছেলে ও উস্তার আলী একই গ্রামের মমতাজ আলীর ছেলে।
এদিকে গুলি করার কথা স্বীকার করে পুলিশ জানায়, হরতাল-অবরোধ সমর্থক মনে করে তারা গুলি ছুড়েছে।
সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা জোনের সহকারী কমিশনার (এসি) আতাউর রহমান জানান, তিন রাউন্ড শর্টগানের গুলি ছুড়েছে পুলিশ। ভাংচুর করায় হরতাল-অবরোধকারী সন্দেহে পুলিশ গুলি চালিয়েছে।
বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫