ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে বিডিআর বিদ্রোহ

ডিএডি বিজয় ম্যানুয়েলের ৪ বছর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, মার্চ ৪, ২০১৫
ডিএডি বিজয় ম্যানুয়েলের ৪ বছর কারাদণ্ড

রাঙামাটি: ২০০৯ সালে দেশব্যাপী বিডিআর বিদ্রোহের ঘটনায় বিজয় ম্যানুয়াল দি প্যারিসকে চার বছরের সশ্রম কারাদণ্ড ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালত।

বিজয় ম্যানুয়াল দি প্যারিস রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার তৎকালীন বিডিআর ৯ ব্যাটালিয়নের উপ-সহকারী পরিচালক (ডিএডি) ছিলেন।



বুধবার (৪ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে রাঙামাটি জেলা ও দায়রা জজ শামস-উল-আরেফিন এই রায় দেন।

মামলার সংক্ষিপ্ত রায়ে বলা হয়,  রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতে স্পেশাল ট্রাইব্যুনালের ২০১১ সালে রুজুকৃত এই মামলায় আসামি বিজয়
ম্যানুয়াল দি প্যারিস এর পক্ষে একজন এবং রাষ্ট্রপক্ষে ১৫ জন সাক্ষ্য দেন।

রাষ্ট্রপক্ষ আসামির বিপক্ষে আনিত রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হওয়ায় ১২১ এর ‘ক’ ধারা মোতাবেক এই শাস্তি দেওয়া হয়।

আদালত একই সঙ্গে আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

রায় ঘোষণার সময় আসামি বিজয় ম্যানুয়াল দি প্যারিস আদালতে উপস্থিত ছিলেন।

মামলার রায়ের প্রতিক্রিয়ায় আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোখতার আহমেদ জানান, এ রায়ের বিপক্ষে তারা উচ্চ আদালতে আপিল করবেন।

বিডিআর বিদ্রোহের ঘটনায় জড়িতদের সবার বিচার রাঙামাটি বিডিআর সেক্টরে স্থাপিত বিশেষ আদালতে হলেও একমাত্র ডিএডি বিজয় ম্যানুয়েল দি প্যারিস এর মামলাটি সাধারণ আদালতে দায়ের করা হয়েছিলো।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।