ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

ক্ষতিগ্রস্ত বাস মেরামতে ১০ কোটি টাকা চায় বিআরটিসি

ইসমাইল হোসেন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, মার্চ ৪, ২০১৫
ক্ষতিগ্রস্ত বাস মেরামতে ১০ কোটি টাকা চায় বিআরটিসি ফাইল ফটো

ঢাকা: বিএনপি-জামায়াত জোটের হরতাল-অবরোধে সহিংসতা ও নাশকতায় ক্ষতিগ্রস্ত বাস মেরামতে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ১০ কোটি টাকা চেয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।
 
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্ম-সচিব মো. জামাল উদ্দীন আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বরাবর পাঠানো হয়েছে।


 
চিঠিতে দশম জাতীয় সংসদ নির্বাচনকালীন ও চলমান সহিংসতায় ক্ষতিগ্রস্ত বিআরটিসি বাস মেরামতের জন্য অর্থ বরাদ্দ চাওয়া হয়।
 
গত বছরের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে পরে ব্যাপক সহিংসতা চালায় বিএনপি-জামায়াত জোট। নির্বাচনের বর্ষপূর্তির পর দিন থেকে লাগাতার অবরোধ-হরতালেও সহিংসতা চালানো হয়। সহিংসতায় পেট্রোল বোমা নিক্ষেপ, গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। এতে বেসরকারি পরিবহনের পাশাপাশি সরকারি পরিবহন বিআরটিসির গাড়িরও ক্ষতি হয়।
 
প্রধানমন্ত্রীর কার‌্যালয়ে পাঠানো চিঠিতে বলা হয়, ২০১৩ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর‌্যন্ত নাশকতায় বিআরটিসির ১২১টি বাস ভাঙচুর ও ৪৬টি বাস আগুনে পুড়ে যায়। এতে বিআরটিসির মোট নয় কোটি ৮৮ লাখ ৭৭ হাজার ৬০০ টাকার ক্ষতি হয়।
 
চিঠিতে আরও উল্লেখ করা হয়, চলতি বছরের ৫ জানুয়ারি থেকে শুরু হওয়া চলমান সহিংসতা ও নাশকতায় বিআরটিসির ২৮টি বাস ভাঙচুর এবং ১০টি বাস আগুনে পুড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ৮০ লাখ টাকা।
 
যুগ্ম-সচিব মো. জামাল উদ্দীনের মঙ্গলবারের স্বাক্ষর করা ওই চিঠিতে বলা হয়, ২০১৩ সাল ও ২০১৫ সালের চলমান সহিংসতা ও নাশকতায় বিআরটিসির মোট ১০ কোটি ৬৮ লাখ ৭৭ হাজার ৬০০ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
 
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের একজন কর্মকর্তা জানান, সহিংস রাজনৈতিক কর্মসূচি কিংবা যে কোন প্রতিকূল অবস্থায় নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ অক্ষুন্ন রাখার জন্য সরকারের মালিকানাধীন বিআরটিসি গাড়ি সড়কে চলমান থাকে। এর ফলে একদিকে রাজস্ব ক্ষতি, অন্যদিকে বিপুল পরিমাণ সম্পদহানির সম্মুখীন হচ্ছে।
 
বিএনপি জোটের অবরোধ-হরতালে ক্ষতিগ্রস্ত বাস-ট্রাক ও অন্য ১৫৬টি গাড়ির মালিকদের গত ২৫ ফেব্রুয়ারি ৪ কোটি ২০ লাখ ৬৫ হাজার টাকার চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
ক্ষতিগ্রস্ত প্রতিটি গাড়ির মালিককে সর্বোচ্চ ১০ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয় বলে জানান সড়ক পরিবহন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।
 
সহিংসতা ও নাশকতার ফলে ক্ষতিগ্রস্ত যানবাহনের মালিকগণকে সরকারের ক্ষতিপূরণ প্রদানের সিদ্ধান্ত হলেও প্রধানমন্ত্রীর তহবিল থেকে আর্থিক কোন সহায়তা পায়নি বিআরটিসি।
 
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ওই চিঠিতে ২০১৩ সাল ও ২০১৫ সালে ক্ষতিগ্রস্ত বিআরটিসি বাসসমূহ মেরামতে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ১০ কোটি অর্থ সহায়তা চাওয়া হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।