ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দ নজরুল ইসলাম কলেজের গভর্নিং বডি নির্বাচন

প্রিন্সিপালের বিরুদ্ধে বিধি ভঙ্গের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, মার্চ ৪, ২০১৫
প্রিন্সিপালের বিরুদ্ধে বিধি ভঙ্গের অভিযোগ ছবি : বাংলানিউজটোয়োন্টিফোর.কম

ময়মনসিংহ: সরকারি বিধি উপেক্ষা করে ময়মনসিংহে শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের গভর্নিং বডির নির্বাচনে ভোটার হয়েছেন প্রিন্সিপাল একেএম আব্দুর রফিক ও সহ-গ্রন্থাগারিক লুৎফুল কবির।  

 

এ ঘটনায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ময়মনসিংহ অঞ্চলের উপ-পরিচালক ফজলুল হকের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন কলেজ গভর্নিং বডির সদস্য শহীদুজ্জামান মিল্টন।

 

অভিযোগে বলা হয়েছে, প্রিন্সিপাল একেএম আব্দুর রফিক নির্বাচনকে প্রভাবিত করতে ও পছন্দের প্রার্থীর বিজয়ী নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন ও সংশোধনী প্রজ্ঞাপনের প্রবিধি-২ (ঠ) অনুযায়ী শিক্ষকদের ভোটার তালিকা করেননি। বিধি উপক্ষো করে নিজে ভোটার হয়েছেন ও তার পছন্দের সহচর সহ-গ্রন্থাগারিক লুৎফুল কবীরকে ভোটার বানিয়েছেন।  

 

অভিযোগে আরো উল্লেখ করা হয়, গত বছরের ১১ সেপ্টেম্বর ছিল কলেজটির দাতা সদস্য হওয়ার শেষ দিন। ওই দিন বিধি মোতাবেক নয় ব্যক্তি অর্থ প্রদান করে দাতা সদস্য হন। কিন্তু পরবর্তী সময়ে নিয়ম বহির্ভূতভাবে দাতা সদস্যের তালিকায় আরো দুই জনের নাম যোগ করা হয়।  

 

একই সঙ্গে দাতা সদস্য হিসেবে পূর্বপরিকল্পিতভাবে প্রিন্সিপালের অনুগত একাধিক শিক্ষকের মা, ভাই ও বোনকে ভোটার করা হয়েছে।  

 

কলেজ প্রিন্সিপালের পছন্দের প্রার্থীর বিপক্ষে ভোট যেতে পারে- এ আশঙ্কায় ধর্মমন্ত্রীর ছোট ভাই আফাজ উদ্দিন সরকারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলেও অভিযোগে বলা হয়।

 

একই সাথে লিখিত অভিযোগে ঘোষিত তফসিল বাতিল করে বিধি মোতাবেক নির্বাচনের দাবি জানানো হয়েছে।

 

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ময়মনসিংহ অঞ্চলের উপ-পরিচালক ফজলুল হক বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রিন্সিপালের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।  

 

যোগাযোগ করা হলে কলেজ প্রিন্সিপাল একেএম আব্দুর রফিক বলেন, অন্য শিক্ষকদের মতো আমারও ভোটার হবার অধিকার আছে। কে কী অভিযোগ করলো এসব নিয়ে আমার ভাবনার সময় নেই।  

 

আগামী ১০ মার্চ শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ গভর্নিং বডির নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে।  

 

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।