কুমিল্লা: কুমিল্লা প্রেসক্লাবের সামনে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (০৪ মার্চ) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত পৌনে ৯টার দিকে অজ্ঞাতপরিচয় ৩/৪ জন যুবক প্রেসক্লাবের সামনে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দৌঁড়ে পালিয়ে যায়।
ককটেলগুলোর মধ্যে প্রেসক্লাবের গেটে একটি, প্রেসক্লাবের সামনের মাঠে একটি এবং ক্লাব সংলগ্ন চায়ের দোকানের সামনে অপরটি বিস্ফোরিত হয়।
কুমিল্লা কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) শামসুজ্জামান বাংলানিউজকে জানান, তিনি বিষয়টি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।
বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫