জাতীয় সংসদ ভবন থেকে: সোয়াইন ফ্লু নিয়ে দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, এ বছর ফেব্রুয়ারি পর্যন্ত কোনো ইনফ্লুয়েঞ্জা পাওয়া যায়নি।
বুধবার (০৪ মার্চ) জাতীয় সংসদে ৩০০ বিধিতে এ নিয়ে বিবৃতি দেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় সংসদে সভাপতিত্ব করছিলেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।
এর আগে মঙ্গলবার (৩ মার্চ) জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমানসহ একাধিক সদস্য স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ৩০০ বিধিতে বিবৃতি দাবি করেন।
বুধবার দিনের যাবতীয় কাজ শেষে ডেপুটি স্পিকার স্বাস্থ্যমন্ত্রীর ৩০০ বিধিতে বক্তব্য দেওয়ার কথা বলেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, সোয়াইন ফ্লু ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত একজন রোগীকেও পাওয়া যায়নি। তাই সোয়াইন ফ্লু নিয়ে আতঙ্ক ছড়ানো উচিত নয়।
তিনি বলেন, বর্তমানে বিশ্ব সংস্থা কর্তৃক এটাকে মৌসুমী ভাইরাস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। বাংলাদেশে ২০০৯ সালের পর থেকে প্রতি বছরই এই ভাইরাসে আক্রান্ত কাউকে না কাউকে পাওয়া গেলেও, গত ফেব্রুয়ারি পর্যন্ত সোয়াইন ফ্লু ভাইরাসে আক্রান্ত কাউকে পাওয়া যায়নি। ভারতে এই ভাইরাসে অনেকেই আক্রান্ত হলেও আমাদের দেশে নেই।
তিনি বলেন, সোয়াইন ফ্লু ভাইরাস নিয়ন্ত্রণ, প্রতিরোধ এবং আক্রান্ত রোগীদের চিকিৎসার যাবতীয় ব্যবস্থা নিয়েছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ওষুধ মজুদ রয়েছে, আরও ওষুধ সংগ্রহ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
মোহাম্মদ নাসিম বলেন, বিমানবন্দর, স্থল বন্দরসহ ২৫টি সীমান্ত পয়েন্টে সোয়াইন ফ্লু শনাক্তকরণে থার্মাল স্ক্যানার স্থাপন করা হয়েছে। এছাড়া দেশের ৬৪টি জেলাতেই সোয়ানই ফ্লুতে আক্রান্ত রোগী পাওয়া গেলে আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থাও রাখা হয়েছে।
অহেতুক আতঙ্ক সৃষ্টি না করার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে নাসিম বলেন, বর্তমান সরকার এই ভাইরাস নিয়ে সম্পূর্ণ সতর্ক অবস্থানে রয়েছে। ভাইরাস প্রতিরোধেও পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ব্যাপারে চিকিৎসক, নার্সদের প্রয়োজনীয় প্রশিক্ষণও দেওয়া হয়েছে। তাই এ নিয়ে ভয়ের কিছু নেই।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫