আশুলিয়া (ঢাকা): ঢাকার আশুলিয়ায় পিস্তলসহ দুলাল (৩৫) নামের এক ডাকাতকে আটক করেছে পুলিশ।
বুধবার (৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় আশুলিয়ার বলিভদ্র বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বলিভদ্র বাজার এলাকায় অভিযান চালিয়ে দুলালকে আটক করে আশুলিয়া থানা পুলিশ। এ সময় তার দেহ তল্লাশি করে একটি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের বাকী সদস্যরা পালিয়ে যায়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫