ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে কারখানায় কাপড় পেঁচিয়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৭ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
ধামরাইয়ে কারখানায় কাপড় পেঁচিয়ে শ্রমিকের মৃত্যু

ধামরাই (ঢাকা): ধামরাইয়ের কালামপুরের একটি টিন কারখানায় মেশিনের সঙ্গে কাপড় পেঁচিয়ে সোহরাব হোসেন নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোহরাব হোসেন ধামরাইয়ের ছয়বাড়িয়া এলাকার আরমান আলীর ছেলে।



বুধবার (৪ মার্চ) বিকেলে কালামপুর এলাকার বিলট্রেড কারখানায় এ ঘটনা ঘটে।

‍কারখানার প্রতক্ষদর্শী শ্রমিকেরা জানায়, অসাবধানতাবশত কারখানার মেশিনের সঙ্গে কাপড় পেঁচিয়ে এ দূর্ঘটনা ঘটে। এরপর মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।
 
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার  বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রাতে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।